দিল্লিতে অজানা বস্তুকে ঘিরে আতঙ্ক! খতিয়ে দেখল বম্ব ডিসপোজাল স্কোয়াড

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে একটি অজানা বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। সোমবার সকালে দিল্লির পশ্চিম বিহার এলাকায় একটি রহস্যজনক বস্তুকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় মানুষের মনে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছয় পুলিশ। এলাকাটি খালি করা হয়। বস্তুটিকে প্রাথমিকভাবে ওয়াইফাই রাউটার কিংবা ডিজিটাল লক জাতীয় জিনিসই মনে করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। তাঁরা সন্দেহজনক ওই বস্তুটি খতিয়ে দেখেন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দিল্লির পশ্চিম বিহার এলাকায় ওই রহস্যজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। মানুষের মধ্যে ওই বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।