নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে সংসদে আলোচনার দাবিতে রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াকআউট করলেন কংগ্রেস-সহ বিরোধীরা। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায়, সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘চিন আমাদের এলাকা দখল করে নিচ্ছে। আমরা যদি এখানে এটা নিয়ে আলোচনা না করি, তাহলে আর কোথায় করব?”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমরা সদনে এই বিষয়ে (ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ) আলোচনার জন্য প্রস্তুত।” যদিও, আলোচনার অনুমতি দেওয়া হয়নি, তাই রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন কংগ্রেস-সহ বিরোধীরা।