কলকাতা, ১৯ ডিসেম্বর (হি. স.) : ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর, পর্তুগিজ শাসন থেকে মুক্ত হয়েছিল গোয়া। তারপর থেকে প্রতি বছর এই দিনটি গোয়া মুক্তি দিবস হিসাবে উদযাপন করা হয়। সোমবার ছিল গোয়া মুক্তি দিবস। এদিন গোয়ায় শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে তিনি এদিন লিখেছেন, “গোয়ার মুক্তি দিবস উপলক্ষে সমস্ত গোয়াবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ৬১ বছর আগে গোয়া তার ন্যায্য স্বাধীনতা অর্জন করেছিল। আমরা সেই সাহসীদের স্মরণ করি এবং সম্মান করি যাঁরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আসুন, আমরা সবাই মুক্তির চেতনাকে ধরে রাখি।“