নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে বসবাসরত কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কাশ্মীরি পণ্ডিতদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কাশ্মীরি পণ্ডিতদের জঙ্গিরা টার্গেট করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বর্তমানে কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছাড়ছেন। কাশ্মীরি পণ্ডিতদের টার্গেট করার জন্য তাঁদের নামের তালিকা তৈরি করছে সন্ত্রাসীরা। এই পরিস্থিতিতে সদনে জম্মু ও কাশ্মীর ইস্যুতে বিশদ আলোচনা হওয়া উচিত।