কংগ্রেসের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা সংসদের নিয়ম তোয়াক্কা করছেন না : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংসদে লাগাতার অচলাবস্থা বজায় রাখার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেছেন, কংগ্রেসের হতাশা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাঁরা সংসদের নিয়ম/বিধির তোয়াক্কা করছেন না। পীযূষের কথায়, রাজ্যসভায় আজ আমরা বিরোধী দলগুলির হতাশা প্রত্যক্ষ করেছি। তাঁদের হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, যে তাঁরা সংসদের কার্যক্রমে কোনও নিয়ম/বিধিতে বিশ্বাস রাখছেন না।

কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে পীযূষ গোয়েল আরও বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যেই রাজ্যসভায় একটি বিশদ বিবৃতি দিয়েছেন, আমরা আশা করেছিলাম বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস আমাদের সেনাবাহিনী, সীমান্তে কর্তব্যরত জওয়ানদের এবং দেশের প্রতি নিজেদের অঙ্গীকারকে সম্মান করবেন। রাহুল গান্ধী সেনাবাহিনীকে নিয়ে লাগাতার মন্তব্য করছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, দেশের সর্বোত্তম স্বার্থে, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংসদের কার্যকারিতা সমুন্নত রাখতে, বিরোধীদের উচিত সংসদে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া।

প্রসঙ্গত, সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে সংসদে আলোচনার দাবিতে সোমবার রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন কংগ্রেস-সহ বিরোধীরা। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায়, সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘চিন আমাদের এলাকা দখল করে নিচ্ছে। আমরা যদি এখানে এটা নিয়ে আলোচনা না করি, তাহলে আর কোথায় করব?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *