নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোমবার জোর দিয়ে বলেছেন, দেশে বিমান যোগাযোগ বাড়াতে কেন্দ্র আগামী পাঁচ বছরের মধ্যে বিমানবন্দর, জলের এয়ারড্রোম এবং হেলিপোর্টের সংখ্যা ২০০-তে উন্নীত করবে। বর্তমানে এই সংখ্যা ১৪৫।
এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ২০১৩-১৪ সাল পর্যন্ত দেশে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল এবং গত আট বছরে বিমানবন্দর, জলের এয়ারড্রোম এবং হেলিপোর্টের সংখ্যা বেড়ে ১৪৫টি হয়েছে। তিনি বলেন, বিমান বহর আগের ৪০০ থেকে বর্তমানে ৭০০ হয়েছে।

