নিরাপত্তার দাবীতে আশা কর্মীদের বিক্ষোভ

বাসন্তী, ১৯ ডিসেম্বর (হি. স.) : আবাস যোজনার তালিকা সংশোধনের কাজে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে আশা কর্মীদের। প্রাণ নাশের হুমকি সহ পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আশাকর্মীদের। বারে বারে এই বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। লাগাতার স্থানীয় শাসক দলের নেতাদের কাছ থেকে হুমকি আসছে, সেই কারণে আশাকর্মীরা নিজেদের ও পরিবারের নিরাপত্তার দাবি তুলে সোমবার দুপুরে বিক্ষোভ ও ডেপুটেশান কর্মসূচি পালন করলেন বাসন্তী ব্লক স্বাস্থ্য দফতরের সামনে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবাস যোজনার তালিকা। সেই আবাস যোজনায় স্বচ্ছতা আনতে ইতিমধ্যেই উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তের কাজ শুরু হয়েছে। আশা ও অঙ্গনওয়ারী কর্মীদের সেই তালিকা ক্ষতিয়ে দেখার কাজ করতে হচ্ছে। আশাকর্মীদের দাবি সেই কাজ করতে গিয়েই স্থানীয় নেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। বাসন্তী ব্লকের আশাকর্মী মিঠুরানী দাস, রহিমা সর্দাররা বলেন, “ আচমকাই আমাদের একটি ছোট্ট ট্রেনিং করিয়ে এই আবাস যোজনার সার্ভের কাজ করতে বাধ্য করা হল। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ করতে গিয়ে নানা ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে। যাদের ঘর বাতিল হয়ে যাচ্ছে তালিকা থেকে তাঁরাই মূলত হুমকি দিচ্ছেন। এছাড়া স্থানীয় শাসক দলের নেতারাও হুমকি দিচ্ছেন। আমাদের ও পরিবারের নিরাপত্তার দাবীতে তাই ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলাম।”

বাসন্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক সুমন হালদার বলেন, “ আশাকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। তাঁদের এই বক্তব্য উদ্ধতন কতৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেই চেষ্টা করা হবে।” এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “ আশাকর্মীদের অভিযোগ শুনেছি। ব্লক প্রশাসনকে অনুরোধ করবো, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে। যাতে আশাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখতে প্রশাসনকে অনুরোধ করবো।” বাসন্তীর বিডিও সৌগত কুমার সাহা বলেন, “ যেখানে যেখানে এই সার্ভের কাজ করতে আশাকর্মী বা অঙ্গনওয়ারী কর্মীদের অসুবিধা হয়েছে সেখানে পুলিশকে সাথে নিয়ে আমি নিজে তদন্ত করেছি। যদি কোথাও কোন হুমকির অভিযোগ থাকে সেটা ক্ষতিয়ে দেখা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *