পূর্বোত্তর দাবায় দারুন সাফল্য রাজ্যের দাবাড়ুদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। সাফল্য পেলো রাজ্যের দাবাড়ু-‌রা। অসমের মঙ্গলদই-‌এ অনুষ্ঠিত ২০ তম পূর্বোত্তর দাবা প্রতিযোগিতা। তাতে ত্রিপুরা থেকে ৭ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। ৮ রাজ্য থেকে ১৭৪ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছিলো। তাতে ৮ পয়েন্ট পেয়ে ময়াঙ্ক চক্রবর্তী প্রথম স্থান দখল করেন। আসরে উন্মুক্ত বিভাগে ত্রিপুরার ২ জন দাবাড়ু প্রথম ২০ জনে স্থান পায়। ৭ পয়েন্ট পেয়ে অভিজ্ঞান ঘো্য সপ্তম এবং ৬ পয়েন্ট পেয়ে অনুরাগ ভট্টাচার্য ২০ তম স্থান দখল করে। এছাড়া অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে ৬ পয়েন্ট পেয়ে প্রাঞ্জল দেবনাথ, অনূর্ধ্ব-‌১১ বালক বিভাগে ৬ পয়েন্ট পেয়ে শাক্য সিংহ মোদক, বালিকা বিভাগে একান্তিকা সরকার প্রথম স্থান দখল করে। সাড়ে ৫ পয়েন্ট করে অনূর্ধ্ব-‌১১ বালক বিভাগে তৃতীয় স্থান দখল করে আযুষ সাহা। এছাড়া ৩ পয়েন্ট করে অনূর্ধ্ব-‌৭ বিভাগে ভোকলসে পিছিয়ে চতুর্থ স্থান দখল করে শুভায়ন দাস। দাবাড়ুদের দুর্দান্ত সাফল্যে খুশি রাজ্য দাবা সংস্থার কর্তারা। সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা, অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ প্রমুখ অভিনন্দন জানিয়েছেন দাবাড়ুদের।