হবিবপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): রবিবার মালদায় অনুষ্ঠিত হল অলচিকি ভাষায় পরীক্ষা। আদিবাসী সোসিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোশিয়েশনের পরিচালনায় সান্তালি এডুকেশন বোর্ড পশ্চিমবঙ্গ-এর মাধ্যমে শুরু হল অলচিকি ভাষায় পরীক্ষা । মালদা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৮ জন।
রবিবার মালাদা জেলার বিভিন্ন এলাকার সঙ্গে বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজ এবং হবিবপুরের মানিকোরা উচ্চবিদ্যালয় এই কেন্দ্রে পরীক্ষা দেন আদিবাসী ছাত্রছাত্রীরা। পরীক্ষা আয়োজক সংস্থার সম্পাদক ছানু হাঁসদা বলেন, ‘আদিবাসী সংগঠন আসেকার পরিচালনায় এবং সান্তালি বোর্ড অফ এডুকেশন পশ্চিমবঙ্গ-এর মাধ্যমে মালদা জেলায় অলচিকি ভাষায় পরীক্ষা শুরু হল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৮ জন। আগামীতে পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।’