খড়গপুর, ১৮ ডিসেম্বর (হি.স.): খেলাধূলা, শরীরচর্চা এসব ব্যাপারে দিলীপ ঘোষের উৎসাহ সর্বজনবিদিত। আজ কাতার বিশ্বকাপের ফাইনাল। ফাইনালের লিওনেল মেসিতে মজে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার খড়্গপুরে দিলীপকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘মেসিদের পুরনো ইতিহাস আছে। মেসি যেভাবে খেলা দেখিয়েছেন, তাঁর শেষ বিশ্বকাপ, স্বাভাবিক সবার সমর্থন তাঁর দিকেই আছে। আশা করব আর্জেন্টিনা জিতবে এবং ভাল খেলা উপহার দেবেন মেসি এবং তাঁর দল।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা কোনও দলকে (পড়ুন দেশকে) সাপোর্ট করি না। কিন্তু মেসিকে বিশেষ ভাবে সাপোর্ট করি।’ এরপরে অবশ্য দিলীপ বুঝিয়ে দিয়েছেন, ম্যাচ একপেশে হবে না। কারণ দুই দলে দুই মহাতারকা রয়েছেন। দিলীপের কথায়, ‘দু’দিকে সুপারস্টার। এদিকে মেসি, ওদিকে এমবাপে। আমরা ভাল খেলা দেখতে চাই।’ দিলীপ এও জানিয়েছেন, তিনি রোজই প্রায় খেলা দেখছেন। ফাইনাল তো দেখবেনই। সমীক্ষা বলছে, মেসি নিজের মায়াবী ফুটবলে অনেককেই চুম্বকের মত টেনে নিচ্ছেন। দিলীপ ঘোষও তাঁদের দলেই পড়ছেন।

