ভবানীপুর সুইমিং ক্লাবে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): শনিবার রাতে ভবানীপুরের সুইমিং ক্লাবে আচমকা আগুন লাগে। বিধ্বংসী আগুনে এলাকায় তীব্র চাঞ্চল্যেক সৃষ্টি হয়। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ ভবানীপুরের সুইমিং ক্লাবে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে দমকলের ছয়টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। কিন্তু, এই আগুন বাড়তেই থাকে। এরপরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং আগুন নেভানোর কাজে লাগে। কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। উপরের টিনের ছাউনিও খুলে ফেলা হয় যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই টেকনিকে কাজ হয় এবং অনেকটাই নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু, ঠিক কী কারণে এই আগুন লাগল তা স্পষ্ট নয়।