ভোপাল, ১৭ ডিসেম্বর (হি.স.): শাহরুখ খানের নতুন সিনেমা ‘রিটার্ন টিকিট’-এর শ্যুটিং বানচালের দাবিতে প্রতিবাদে শামিল হলেন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা৷ সূত্রের খবর, শাহরুখের নতুন ছবি ‘রিটার্ন টিকিট’-এর শ্যুটিংয়ের জন্য জব্বলপুরের ভেদাঘাটের তিনটি জায়গাকে বাছা হয়৷ সেইমতো গতকাল শ্যুটিং শুরু হওয়ার পরেই বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা সেখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷
ঘটনার খবর পাওয়ার পরে পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসেন৷ পুলিশ সূত্রের খবর, বিক্ষোভকারীদের সামলাতে তাঁদের বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা৷ তাতে কাজ হয়নি৷ উল্টে বিক্ষোভকারীরা পঞ্চবটীর বাইরের এলাকায় ধর্নায় বসে পড়েন৷
সুমিত সিং ঠাকুর নামে এক বিক্ষোভকারী জানিয়েছেন, শাহরুখের ‘পাঠান’ সিনেমায় গেরুয়া রংয়ের অবমাননা করা হয়েছে৷ একারণে শাহরুখের নতুন সিনেমার শ্যুটিংয়ের বিরোধিতা করছেন তাঁরা৷
বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা আরও জানান, শ্যুটিং শেষ হওয়ার পরে তাঁরা ওই এলাকা গোমূত্র ঢেলে পবিত্র করবেন৷ বিক্ষোভরত হিন্দুত্ববাদীরা হনুমান চালিশাও পাঠ করেন৷

