নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): জম্পেশ ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শনিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। শুধুমাত্র দিল্লি নয়, শীতের দাপটে কাঁপছে সমগ্র উত্তর ভারত।
জম্মু ও কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড থেকে রাজস্থান সর্বত্রই জমজমাট শীত পড়েছে। শীতের হাত থেকে রেহাই পায়নি উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও বিহারও। সর্বত্রই শীতের দাপট শুরু হয়েছে। শনিবার দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতের ঘুম ভেঙেছে প্রবল ঠাণ্ডার মধ্যেই। আগামী কয়েকদিন এমনই ঠাণ্ডা থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

