নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ১৮ই ডিসেম্বর রাজ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আগমনকে ঘিরে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে কর্মসূচি দিয়েছে রাজ্য বিজেপি৷ এরই অঙ্গ হিসাবে শনিবার বিজেপির সিপাহীজলা দক্ষিণ জেলার সোশ্যাল মিডিয়ার উদ্যোগে মেলাঘর রাজঘাটে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করেন৷ এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে মেলাঘর রাজঘাট এলাকার বিভিন্ন জনবহুল এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন সহ কালীমন্দিরের বট বৃক্ষের নিচে যে সমস্ত মূর্তিগুলি অবহেলা ও পরিচর্যাহীন অবস্থায় পড়ে আছি সেগুলিকে দশমি ঘাটে বিসর্জন করা৷ এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, বিজেপির সিপাহীজলা দক্ষিন জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য এবং জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ উত্তম কর্মকার সহ আরো অনেকে৷
2022-12-17

