সন্তোষ ট্রফি :‌ ২২ সদস্যের রাজ্যদল দিল্লির উদ্দেশ্যে রওয়ানা রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ স্বাগতিক দিল্লি। দেশের রাজধানীতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবলে। ‌ টুর্নামেন্ট যথারীতি শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ত্রিপুরার প্রথম ম্যাচ ২৩ ডিসেম্বর। ২৫ ডিসেম্বর জুজরাট, ২৭  ডিসেম্বর উত্তরাখন্ড,২৯ ডিসেম্বর কর্ণাটক এবং ৩১ ডিসেম্বর ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে লাদাখের বিরুদ্ধে। ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌আই’ গ্রুপে।‌ আসরে ত্রিপুরা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। প্রথম ডিভিশন লিগ থাকায় কোনও  ক্লাবই ফুটবলার ছাড়েনি। ফলে বাধ্য হয়েই দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। রবিবার সকালের ট্রেণে রওয়ানা হবেন ত্রিপুরার ফুটবলাররা। এর আগে শনিবার রাজ্য দলের ফুটবলারদের হাতে ত্রিপুরার জার্সি তুলে দেন টি এফ এ সচিব সহ অন্যাণ্য-‌রা। ভালো খেলার পাশাপাশি ত্রিপুরার সম্মান রক্ষা করে ফিরে আসার জন্য ফুটবলারদের পরামর্শ দেন টি এফ এ সচিব। ত্রিপুরা দলের হেড কোচ নির্বাচিত হয়েছেন ডি কে প্রধান।  এছাড়া সহকারি কোচ নারায়ন দেবনাথ, ফিজিও সাচলাং দেববর্মা এবং ম্যানেজার নির্বাচিত হয়েছেন তন্ময় দেববর্মা। কোচ ডি কে প্রধান আশা করেন ফুটবলাররা ভালো খেলবে আসরে। ঘোষিত ত্রিপুরা দল:‌সন্দীপ রাই, অভিজিৎ সরকার, হর্তনজয় রিয়াং, রাহুল খোকার, কবীর মল্লিক, মনি ত্রিপুরা, সমরজিৎ দেববর্মা, সুস্থ হরি জমাতিয়া, মঙ্গল সিং দেববর্মা, খাসরাং জমাতিয়া, জয় কিষান ঘাষি, সুরজিৎ ঘোষ, শুভনীল ঘোষ, দ্বীপ সামন্ত,  জয়কিষান দেববর্মা, বিমল রিয়াং, সঞ্জীৎ দেববর্মা, পরিতোষ দেববর্মা, স্টিপেন সি লালরোয়াতফেলা, পাইথক জমাতিয়া, হেমন্ত দেববর্মা এবং ইসমাল তামাং।