নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): রাহুল গান্ধী শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন না বরং দেশের ভাবমূর্তিও ক্ষুন্ন করছেন, শনিবার কংগ্রেস সাংসদকে তিরস্কার করে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।চিন ও সেনাবাহিনী সম্পর্কে রাহুল যে মন্তব্য করেছেন, তারই প্রেক্ষিতে এই সমালোচনা রিজিজুর।
প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী শুক্রবার অভিযোগ করেছেন, চিন যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ভারত সরকার ঘুমিয়ে আছে এবং ঝুঁকি উপেক্ষা করার চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করেছেন, ভারতের ২,০০০ বর্গকিলোমিটার এলাকা কেড়ে নিয়েছে চিন, ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছে এবং “অরুণাচল প্রদেশে আমাদের জওয়ানদের মারধর করছে”। রাহুলের এই মন্তব্যেরই সমালোচনা করলেন রিজিজু।

