ওড়িশা: প্রার্থনার সময় মৃত্যু আইটিআই-এর প্রথম বর্ষের ছাত্রের

ঢেঙ্কনাল (ওড়িশা), ১৭ ডিসেম্বর (হি.স.) : ঢেঙ্কনাল শহরের সরকারি আইটিআই কলেজের প্রথম বর্ষের এক ছাত্র ইনস্টিটিউটে সকালের প্রার্থনার সময় আচমকা পড়ে মারা যায়। তাকে ঢেঙ্কানল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঢেঙ্কানল সদর থানার অন্তর্গত বোরাপাদা আইটিআই কলেজের।

মৃতের নাম অভিজিৎ দাস (১৭), কামাখ্যানগর থানার সীমানার অন্তর্গত জিরাল সারাদেইপুরের বাসিন্দা। সহকারী প্রশিক্ষক প্রভাষক ধনেশ্বর বেহেরার মতে, “শিক্ষার্থী হোস্টেলে থাকত। এদিন সকাল ৯ টা থেকে প্রার্থনা শুরু হয়। ৫-১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর সে মাটিতে পড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে তাকে আমাদের গাড়িতে করে জেলা হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি তার পরিবারকে জানায়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।