কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বিপর্যয় মোকাবিলার জন্য একটি কমিটি কেন্দ্র তৈরি করবে। একশো দিনের কাজের টাকা থেকে আমফানের ত্রাণ নানা বিষযেই শনিবার পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সরব হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কথা শুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কমিটি তৈরির কথা বিবেচনার আশ্বাস দেন।
এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না। জবাবে অমিত শাহ বলেন, “আপনাদের নিয়ম-কানুনে কিছু সমস্যা ছিল। তার জন্যই আপনাদের অসুবিধা হচ্ছে।” মুখ্যসচিব তখন জানান, “আমরা সব পাঠিয়ে দিয়েছি।” মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, “বিষয়টা অনুগ্রহ করে আপনারা দেখুন।”
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যে তরফে যেসব চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিগুলি তুলে দেন।আমফানের সময় কেন কেন্দ্র রাজ্যকে টাকা দিল না সে প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিপর্যয় নিয়ে একটি কমিটি তৈরি করার। স্বরাষ্ট্র মন্ত্রী সেই দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।