আগরতলা, ১৭ ডিসেম্বর (হি. স.) : বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের অন্তিম সপ্তাহেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ত্রিপুরায় আসতে শুরু করবে। তাঁদের মোতায়েনে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেছেন। এক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার জন্য জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন বিষয়ে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে, আইএএস রাজ্য সচিবালয়ে একটি প্রাথমিক বৈঠক করেছেন। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার জি এস রাও, আইপিএস(আইজিপি), আইজি(সিআরপিএফ), পরিবহণ দপ্তরের সচিব, খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক।
মুখ্য নির্বাচনী আধিকারিক আশা ব্যক্ত করেছেন, কেন্দ্ৰীয় আধাসামরিক বাহিনীর প্রথম ধাপ এই বছরের শেষ সপ্তাহের মধ্যে রেল পথে ত্রিপুরায় এসে পৌঁছাবে। তাঁদের আগমনের জন্য রেল স্টেশনকে প্রস্তুত রাখতে রেলের আধিকারিকদের অবহিত করা হয়েছে। পরিবহণ, আবাসন ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করতে জেলাশাসকদের অবহিত করা হয়েছে।
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের চলাচলের জন্য পরিবহণ দপ্তর জেলাশাসকদের সহায়তা করবেন। খাদ্য, জন সংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর আধাসামরিক বাহিনীর জন্য এলপিজি সিলিন্ডার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেবে।স্বাস্থ্য দপ্তরের তত্বাবধানে সমস্ত হাসপাতাল ও প্রাইমারি হেলথ সেন্টার নির্বাচনী দায়িত্ব পালনে আগত সমস্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার জন্য সকল জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, আসন্ন নির্বাচনকে সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করার লক্ষ্যেই ওই নির্দেশ দেওয়া হয়েছে।