মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
শনিবার সকালে মহারাষ্ট্রের মুম্বাই এবং পুনেতে একযোগে বিক্ষোভে শত শত বিজেপি কর্মী এবং নেতারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান মোড়ে জড়ো হয়েছিল এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পাকিস্তানের বিদেশমন্ত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করেন। এসময় তারা পাকিস্তানের বিদেশমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়।
বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে পুনেতে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং বলেন, “প্রধানমন্ত্রী মোদীজির বিরুদ্ধে বিলাওয়ালের করা অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে দল দেশব্যাপী প্রতিবাদ করছে। আমরা তার মন্তব্যের তীব্র নিন্দা করছি।”
প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিলাওয়াল ভুট্টো জারদারির করা “অপমানজনক” মন্তব্য সারা দেশে ক্ষোভের জন্ম দিয়েছে এবং বিজেপি সারা দেশে সমস্ত রাজ্যের রাজধানীতে বিক্ষোভ করছে।

