শিলচর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষ্যে আগামীকাল রবিবার ১৮ ডিসেম্বর বেলা দেড়টায় বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে থাকবে আলোচনাসভা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান। আলোচনার বিষয় হল, “জাতিভেদ বৈষম্যের অবসান না ঘটলে আধুনিক শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব নয়”। অনুষ্ঠানে সাংবাদিকতা পুরস্কার দেওয়া হবে পাঁচ সাংবাদিককে। তাঁরা যথাক্রমে সিদ্ধার্থকুমার দাস, অমলকুমার লস্কর, এনামুল কবির লস্কর, শঙ্কু শর্মা ও সোমশিখা মজুমদার।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে।