মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.): বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজের কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ। পূর্ত দফতরের সবুজ সংকেতের অপেক্ষায় পুলিশ। বড়দিনের আগেই পুরোপুরি খুলে দেওয়া হতে পারে সাঁতরাগাছি ব্রিজ, জানালেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। বড়দিনের শুরু থেকেই উৎসবের মেজাজে মেতে ওঠেন জন সাধারণ। বর্ষবরণ উৎসবের কারণে যান চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনা তাকে। সে কতা মাতায় রেখেই তড়িঘড়ি কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের তরফে।

এ বিষয়ে রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় জানান, শীতকালে মানুষ ছুটির মেজাজে ঘুরতে যান। তাই মুখ্যমন্ত্রী চেয়েছেন এই সময় রাস্তায় বেরিয়ে কেউ যাতে সমস্যা না পড়েন। তাই বড়দিনের আগেই খুলে দেওয়া হবে শহরের এই গুরুত্বপূর্ণ ব্রিজ।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর থেকে মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয় সাঁতরাগাছি সেতু। সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণের জন্য বেশকিছু সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া সিটি পুলিশ। রাতে সাঁতরাগাছি সেতুতে সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।