নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ভারত জোড়ো যাত্রার ১০০ দিন পূর্ণ হওয়ায় সমস্ত অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনি শুক্রবার একটি ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন, ভারত জোড়ো যাত্রা ১০০ দিন পূর্ণ করেছে। তিনি সমস্ত ভারত ভ্রমণকারীদের এবং বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই যাত্রা লাখ লাখ মানুষের সমর্থন, সহযোগিতা ও আস্থা পেয়েছে। এটি একটি ‘জাতীয় গণআন্দোলন’।
খাড়গে বলেন, ভারত জোড়ো যাত্রায় বিপুল সংখ্যক মানুষ যোগ দিচ্ছেন। দেশে এই যাত্রার ব্যাপক প্রভাব পড়ছে। যাত্রায় কৃষক, যুবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সংলাপ চলছে। বেকারত্ব, মূল্যস্ফীতি ও দুর্নীতির বিরুদ্ধে এই যাত্রা পরিচালিত হচ্ছে। গত আট বছরে বিদ্বেষ ছড়ানো লোকেরা দেশের সামাজিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছে। এই যাত্রা এই ধরনের শক্তি বন্ধ করতে সহায়ক। এমতাবস্থায় সকল যাত্রী অভিনন্দন পাওয়ার যোগ্য। এ যাত্রা এখন জাতীয় গণআন্দোলনে পরিণত হয়েছে।

