কানপুর: সাইকেলের স্যাডল কারখানায় ৩ জনের মৃত্যু, ২ জন আহত

কানপুর, ১৬ ডিসেম্বর (হি.স.): শুক্রবার সকালে উত্তরপ্রদেশের কানপুর জেলায় একটি সাইকেল সিট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু এবং দুজন অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন।

ভোর সাড়ে ৪টার দিকে ফজলগঞ্জ গাদরিয়ান পুরওয়া এলাকায় কারখানায় অন্তত আটজন শ্রমিক উপস্থিত থাকার সময় এ ঘটনা ঘটে। প্লাস্টিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহতদের মধ্যে দুজনকে এখানকার হ্যালেট হাসপাতালের বার্নস বিভাগে ভর্তি করা হয়েছে। দমকল অফিসার দীপক শর্মা জানান, কারখানাটি এনওসি বা সুরক্ষা সরঞ্জামের কোনও অনুমতি ছাড়াই অবৈধভাবে কাজ করছিল। এই কারখানার ভেতরে এলপিজি সিলিন্ডারও ছিল, সেগুলোতে বিস্ফোরণ ঘটলে হয়তো আরও বড় ঘটনা ঘটতে পারত। কারখানার মালিকের বিরুদ্ধে এফআইআর ব্যবস্থা নেওয়া হবে।