নতুন মাইলফলকে টিকাদান কর্মসূচি, ভারতে ২১৯.৯৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনা-টেস্ট ও টিকাকরণ ফের দুইই ঊর্ধ্বমুখী। ভারতে কোভিডের প্রকোপও নেই বললেই চলে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫৬ হাজার ৮৮২ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা ২১৯,৯৯,৩৯,৬৩৫।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৫ ডিসেম্বর সারা দিনে ভারতে ১,২৩,০৮৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ১,২৩,০৮৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ১৬২ জন।