টেস্ট ও টিকাকরণ ফের ঊর্ধ্বমুখী, ভারতে টিকাকরণ ২১৯.৯৮-কোটির বেশি টিকাকরণ

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনা-টেস্ট ও টিকাকরণ ফের দুইই বাড়ল। ভারতে কোভিডের প্রকোপও তলানিতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫৬ হাজার ৬৯২ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯৮-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা ২১৯,৯৮,২৩,৪২৬।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ ডিসেম্বর সারা দিনে ভারতে ১,২০,২৩৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ১,২০,২৩৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ১৫২ জন।