মুম্বই, ১৪ ডিসেম্বর (হি.স.): ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান শরদ পওয়ারকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। বুধবার মুম্বই পুলিশ জানিয়েছে, বিহার থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।
মুম্বই পুলিশ জানিয়েছে, বিহার থেকে ধৃত ওই ব্যক্তির নাম নারায়ণ কুমার সোনি। মঙ্গলবার এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে ফোন করে তাঁকে প্রাণনাশের হুমকি দেয় ওই ব্যক্তি। বুধবারই তাকে আদালতে তোলা হবে। পুলিশ জনিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয়। ১০ বছর সে পুণে-তে বসবাস করত। সে পুলিশকে জানিয়েছে, যখন তাঁর স্ত্রী তাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে, তখন শরদ পওয়ারের শরণাপন্ন হয়েছিল।