নতুন উৎসাহের সঙ্গে শুরু ভারত জোড়ো যাত্রা, এবার অংশ নিলেন রঘুরাম রাজন

সওয়াই মাধোপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বুধবার সকালস রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার ভাদোতি শুরু হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন ভারত জোড়ো যাত্রায় অংশ নেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। যদিও অতি সংক্ষিপ্ত সময়ের জন্য।

উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর হয়ে উঠেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। প্রতিদিন হাজার হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় অংশ নিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে। এদিনও ভারত জোড়ো যাত্রায় অংশ নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও রাজ্যের শীর্ষ নেতা শচীন পাইলট।