নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রকৃতি ও অগ্রগতির মধ্যে ভারসাম্য বজায় রাখা মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয়। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উদযাপনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন রাষ্ট্রপতি ।
জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উদযাপনের ভাষণে রাষ্ট্রপতি বলেছেন, ভারতের মাথাপিছু নির্গমন বিশ্বের গড় নির্গমনের এক তৃতীয়াংশেরও কম, যা পরিবেশ সংরক্ষণের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানব উন্নয়নের জন্য প্রকৃতি ও অগ্রগতির মধ্যে ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিনের এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং বলেন, ভারত নিজস্ব কার্বন নির্গমন লক্ষ্যমাত্রা সময়ের আগেই অর্জনের পথে রয়েছে এবং ইতিমধ্যেই নির্গমনের তীব্রতা প্রায় ৩৩ শতাংশ কমিয়েছে।