ভারতে ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, মৃত্যুহার কমেছে : স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ভারতে ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, মৃত্যুহারও কমেছে। বুধবার রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি জানান, দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, মৃত্যুহার কমেছে এবং অপুষ্টিজনিত কারণে কোনও শিশুর মৃত্যু হয়নি।লিখিত জবাবে স্মৃতি ইরানি আরও জানিয়েছেন, ২০১৯ এবং ২০২২ সালের মধ্যে জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টির সূচকগুলি ২০১৫-১৬-এর তুলনায় উন্নত হয়েছে।