চিরাংয়ে ধর্ষণ মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড ই-রিকশা চালকের

চিরাং, ১৪ ডিসেম্বর (হি.স.) : অসমের বিজনীর বাটাবাড়িতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহজাহান আলী নামের এক ই-রিকশা চালককে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে । বিজনী জেলার অতিরিক্ত জেলা ও ন্যায় দন্ডাদিশ এই রায় দিয়েছেন । জরিমানা না দিলে তাকে আরও চার মাসের কারাদণ্ড বলে রায় দেওয়া হয়েছে ।

আজ দুপুরে বিচারপতি ইউসুফ আজাজের আদালত পক্স অ্যাক্টের ৮ ধারায় এ রায় দেন । শাহজাহান আলী নামে একজন ই-রিকশা চালক যিনি ২১ এপ্রিল এক ছাত্রীকে তার বাড়ির পিছনে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এরপর ছাত্রীর চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তোলে দেন । এরপর বিজনী থানায় ৬৩/২২ নম্বরে মামলা রুজু হলে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয় ।