করিমগঞ্জ (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : অসমের বোকাজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল করিমগঞ্জের দুই তরতাজা যুবকের । মঙ্গলবার রাতে বোকাজান থানার অন্তর্গত সরিয়াজন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ।
নিয়ন্ত্রণ হারিয়ে ৩৯ নং জাতীয় সড়কে এএস০১বিএ ৯১৭৫ নম্বর যুক্ত আল্ট কার দুর্ঘটনাগ্রস্থ হয় । গাড়িতে থাকা চালক সহ যাত্রী দুইজনে ঘটনাস্থলে প্রাণ হারান ।
জানা গেছে যে, নিহত রিকি দাস এবং আনোয়ার হুসেন নামের দুই যুবকের বাড়ি করিমগঞ্জের বদরপুর এলাকার । ঘটনার খবর পেয়ে বোকাজান পুলিশের দল ছুটে গেলে দুই যুবকের প্রাণ রক্ষা করা যায়নি । হাসপাতালে পৌঁছানোর আগে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।