নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারতীয় ভূখণ্ডে কোনও বিদেশী প্রভাব বরদাস্ত করা হবে না। জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে মঙ্গলবার এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি আরও বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, প্রাচীনকাল থেকেই অরুণাচল প্রদেশ ভারতের অংশ। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই কোনও ভাবেই ভারতের ভূখণ্ডে বিদেশী প্রভাব বরদাস্ত করা হবে না।

