ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।।
থাইল্যান্ডের পুকেট শহরের সেন্ট্রাল পুকেট হলে অনুষ্ঠিত হলো ১৩ তম বিশ্ব বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। গত ছয় ডিসেম্বর থেকে শুরু হয় এই আসর। যার সমাপ্তি ঘটলো ১২ ডিসেম্বর। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাজ হিসেবে ডাক পেলেন তনয় রায়। তিনি নিজে ও একজন বডি বিল্ডার। ত্রিপুরা থেকে একমাত্র তনয় রায়কেই বিশ্ব বডি বিল্ডিং সংস্থা ডাকলেন জাজ হিসেবে। জাজমেন্ট ও দারুন ভাবে করলেন বিশ্ব আসরে তনয় রায়। বিভিন্ন দেশ থেকে পুরুষ ও মহিলা বডি বিল্ডাররা অংশগ্রহণ করলো এই আসরে। এতে চাম্পিয়ন অব দ্য চাম্পিয়ন হলেন ভারতের একজন বডি বিল্ডার। বিষয়টা খুবই আনন্দের। থাইল্যান্ডের পুকেট থেকে এক খবর জানালেন খোদ তনয় রায়।