কড়া নিরাপত্তার ঘেরাটোপে উত্তরবঙ্গেও চলছে টেট

শিলিগুড়ি, ১১ ডিসেম্বর (হি.স.) : সারা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গেও শুরু হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা । প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তার মাঝে চলছে পরীক্ষা। শিলিগুড়ির বিভিন্ন স্কুলে কড়া নিরাপত্তায় চলছে চলছে প্রাথমিক টেট। পাশাপাশি ধূপগুড়ি, ময়নাগুড়ি, ইসলামপুর কোচবিহার, আলিপুরদুয়ার জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে লাইনে দাঁড়িয়ে একে একে বায়োমেট্রিক সম্পন্ন করে কেন্দ্রে ঢুকেছে পরীক্ষার্থীরা।

রবিবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন স্কুলের। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে একে একে বায়োমেট্রিক সম্পন্ন করে কেন্দ্রে ঢুকেছে পরীক্ষার্থীরা। এতেই কিছুটা দেরি বলে জানা গিয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সময় ১২টা করে দেওয়ায় সমস্যা হয়নি বলেও দাবি স্কুল কর্তৃপক্ষের। ওই স্কুলে মোট ৪৮৯ জন পরীক্ষার্থী রয়েছে।

ময়নাগুড়ি থেকে আসা এক পরীক্ষার্থী রিমি চক্রবর্তী বলেন, ‘১১টা পর্যন্ত সময় জানি। তাই ১১টা পার হতেই কিছুটা চিন্তা হচ্ছিল। তবে কেন্দ্রে আসা সবাই ভেতরে ঢুকেছে।‘ স্কুলের প্রধান শিক্ষক সুদীপ মল্লিক জানায়, বায়োমেট্রিক সহ বিভিন্ন প্রক্রিয়া ছিল, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কেন্দ্রে ঢোকার জন্যে ১২টা পর্যন্ত সময় হাতে ছিল। সব সুষ্ঠুভাবেই হয়েছে। এদিকে, পরীক্ষার্থীদের ভিড়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া। তিনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা হয়েছে। সব ঠিকঠাক রয়েছে।‘

অন্যদিকে, ইসলামপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে শুরু হয়েছে টেট। প্রতি বছর এই টেট পরীক্ষা হলে দুর্নীতি অনেকটাই কমবে বলে মনে করছেন পরীক্ষার্থীরা। ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ আধিকারিকরা বিভিন্ন টেট সেন্টার পরিদর্শন করেন। এদিন ইসলামপুর গার্লস হাইস্কুলের টেট সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ইসলামপুর থানার আইসি শমীক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

পাশাপাশি কড়া চেকিংয়ের মধ্য দিয়ে টেট পরীক্ষার্থীদের প্রবেশ করতে হয়েছে পরীক্ষাকেন্দ্রে। এদিন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সিতাই সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সে ছবি ধরা পড়ল। পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা সহ সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকমের পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিলিগুড়ির বিভিন্ন স্কুলে কড়া নিরাপত্তায় চলছে চলছে প্রাথমিক টেট। স্কুলগুলির আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে সেখানকার সব দোকানপাট বন্ধ রয়েছে। বর্তমানে শান্তিপূর্ণভাবেই চলছে পরীক্ষা।

প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। মেটাল ডিটেক্টর দিয়ে সবাইকে পরীক্ষা করে তারপর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। আলিপুরদুয়ার শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের সামনে এবিপিটিএ শিক্ষক সংগঠনের উদ্যোগে সহায়তা কেন্দ্র চালু করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *