নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): দিল্লি পৌর নিগম নির্বাচনে বিজেপির পরাজয়ের পর দিল্লি বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন আদেশ গুপ্তা। রবিবার দিল্লি বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আদেশ গুপ্তা। বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই পদত্যাগ গ্রহণ করেছেন। আপাতত সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে বীরেন্দ্র সচদেবকে।
বীরেন্দ্র এই মুহূর্তে দিল্লি বিজেপির সহ-সভাপতি, পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বীরেন্দ্রকে। বিজেপি সূত্রের খবর, আদেশ গুপ্তা দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যিনি তা গ্রহণ করেছেন। উল্লেখ্য, দিল্লি এমসিডি নির্বাচনে বিজেপি ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১০৪টি আসন জিতেছে, আর অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি ১৩৪টি আসন জিতেছে। দিল্লি পুর নিগম হাতছাড়া হয়েছে বিজেপির।