নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ রবিবার উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে আর কে পুর মন্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রধান করা হয়৷ এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভসূচনা করেন রাজ্যের কৃষি, পরিবহণ ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেব রায়, আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস৷ এইদিন নবাগতদের উত্তরীয় ও গোলাপ ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হয়৷ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নবাগতদের বলেন নিজের গণতান্ত্রিক অধিকার ভোটদান করার৷ যেহেতু সকলেই নতুনভাবে এই ভোটদান উৎসবে অংশগ্রহণ করবেন, তাই ২৩ নির্বাচনে সকলে যেন সঠিক জায়গাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন৷
2022-12-11

