তেলিয়ামুড়ায় বেসরকারী উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷  বিশ্বদ্বীপ হেলথ কেয়ার এন্ড ফিজিও থেরাপি ক্লিনিক এর উদ্যোগে বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়৷ শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায়৷
রবিবার তেলিয়ামুড়াস্থিত  বিশ্বদ্বীপ হেলথ কেয়ার এন্ড ফিজিও থেরাপি ক্লিনিক এর উদ্যোগে  বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়৷ শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায়৷ উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় , অবসর প্রাপ্ত চিকিৎসক ডঃ পিজুষ চৌধুরী, আগরতলা থেকে আগত ডঃ দ্বিপতেনু দেব, ডঃ কিশালয় মহাজন বিশ্বদ্বীপ হেলথ কেয়ার এন্ড ফিজিও থেরেপির কর্নধার ফিজিও ট্রেইনার ডঃ ইশিতা চন্দ সহ অন্যান্যরা৷ উল্লেখ্য তেলিয়ামুড়া শহরে দীর্ঘবছর ধরে ফিজিও থেরেপি করার মত কোন প্রতিষ্ঠান না থাকার কারণে এলাকার রোগীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল৷ এই প্রথম তেলিয়ামুড়ায়  বিশ্বদ্বীপ হেলথ কেয়ার ফিজিও থেরেপির ব্যবস্থা করায় এলাকাবাসীর সুবিধা হবেন বলে জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন৷