শিমলা, ১০ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু। হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নামে সবুজ সংকেত দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তাঁর নাম ঘোষণা করেনি দল । মুখ্যমন্ত্রীর দাবি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং সরে দাঁড়ানোয় হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখুর পথ পরিষ্কার হয়ে যায় ।
কংগ্রেসের সূত্রের খবর শনিবার সন্ধ্যায় শিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। তারপর রবিবার শপথগ্রহণ করতে পারেন নয়া মুখ্যমন্ত্রী। যে দৌড়ে প্রায় জিতেই গিয়েছেন সুখবিন্দর। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাকি নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
যদিও সেই বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন সুখবিন্দর। নাদৌনের কংগ্রেস বিধায়ক বলেছেন, ‘হাইকমান্ডদের এরকম কোনও সিদ্ধান্তের বিষয়ে আমি কিছু জানি না। আমি কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে যাচ্ছি। যা বিকেল ৫ টা থেকে হবে।’ হিন্দুস্তান টাইমসের প্ররিতবেদন অনুযায়ী, কংগ্রেসের অন্দরের খবর যে পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম ঘোষণা করা হবে।