পশ্চিম সিংভূম (ঝাড়খণ্ড), ১০ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম সিংভূমের চাইবাসা এলাকার টন্টো থানার অধীনে রেঙ্গরায় নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
নকশালদের ঘেরাও করতে রেঙ্গরা ও বারকেলা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ সময় আইইডি বিস্ফোরণে একজন কোবরা জওয়ান আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে রাঁচিতে পাঠানো হচ্ছে।

