ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। মনোমোহন দাস স্মৃতি ভলিবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। পঞ্চম বারের মতো আয়োজিত মনোমোহন দাস স্মৃতি পুরুষদের উন্মুক্ত ভলিবল প্রতিযোগিতা শুক্রবার বিকেলে মহাত্মা গান্ধী স্কুল প্রাঙ্গনে শুরু হয়েছে। আগামীকাল তার ফাইনাল ম্যাচ এবং প্রতিযোগিতা শেষে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবারে দ্বিতীয় দিনের খেলায় মেলাঘরের ভিরায়া কালী বাড়ি দল ২৫-২২, ২২-২৫ ও ১৬-১৪ পয়েন্টে অর্থাৎ ৩-২ সেটে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। উল্লেখ্য টুর্নামেন্টে খেলোয়ারদের জার্সি স্পন্সর করেছে হিরো, নীলাদ্রি মোটরস। টুর্নামেন্ট পরিচালনায় মনিপুর থেকে আগত জাতীয় মানের রেফারি সনাযোবা সিংকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। আজকের খেলায় সেরা খেলোয়াড় বামুটিয়ার ব্রেভ ক্লাবের সৌরভ দেব-কে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রসেনজিৎ দাস প্রাইজ মানি প্রদান করেছেন। উৎসাহ ও উদ্দীপনা পূর্ণ এই ভলিবল টুর্নামেন্টে সামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সচিব ভবতোষ দাস সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
2022-12-10

