করিমগঞ্জে শুরু বরাকবঙ্গের লোকসঙ্গীত কর্মশালা

করিমগঞ্জ (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সংস্কৃতি উপসমিতির উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা সমিতির ব্যবস্থাপনায় আজ করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে শুরু হল দু-‘দিনের বাংলা লোকসঙ্গীত কর্মশালা৷ যোগদান করছেন জেলার বিভিন্ন অঞ্চলের স্কুল এবং সাংস্কৃতিক সংস্থার মোট ৬২ জন ছাত্রছাত্রী৷

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগদান করতে এসেছেন কলকাতার বিখ্যাত সুরমা দোহারের অন্যতম শিল্পী করিমগঞ্জের সন্তান বাবলু দাস৷ তিনি এই দু-দিন কর্মশালার কারিগরি অধিবেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন৷ সঙ্গে থাকবেন রণধীর রায়, শিল্পী ভট্টাচার্য, অরূপরতন দাস সহ অন্যান্য স্থানীয় শিল্পীরা৷

এদিন সকাল ১০:৩০টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন আমন্ত্রিত শিল্পী বাবলু দাস৷ এ উপলক্ষে করিমগঞ্জ জেলা সমিতির সভাপতি বিনোদলাল চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্মেলনের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত৷ প্রারম্ভিক স্বাগত ভাষণে কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সব্যসাচী রায় সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে সম্মেলনের নিরবচ্ছিন্ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে বলেন, এক উদার সামাজিক বহুত্বের ভাবধারার বেদীমূলে দাঁড়িয়ে বরারবঙ্গ বিগত সাড়ে চার দশক ধরে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে৷ বিভিন্ন ক্ষেত্রে সংকোচনের শিকার হতে হচ্ছে৷ তবুও সম্মেলন নিজেদের প্রয়াস জারি রাখতে পারছে কারণ, সম্মেলনের প্রতি উপত্যকাবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে৷ যোগদানকারী ছাত্রছাত্রীরা এই কর্মশালার মাধ্যমে উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি৷
আমন্ত্রিত শিল্পী বাবলু দাস নিজের জন্মভূমির ডাকে এই কর্মশালায় উপস্থিত হয়েছেন বলে মন্তব্য করে বলেন, এখানে প্রতিভার খামতি নেই, বৃহত্তর পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আত্মপ্রত্যয়, অধ্যবসায় এবং সাহস৷ তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বরারবঙ্গকে ধন্যবাদ জানান৷

সভাপতি বিনোদলাল চক্রবর্তী আমাদের উপত্যকার সমৃদ্ধ লোকসংস্কৃতির ভাণ্ডের কথা উল্লেখ করে কর্মশালাটি সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন৷ সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সহ-সভাপতি সুবীর রায়চৌধুরী, কর্মশালার আহ্বায়ক রণধীর রায়, জেলা সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন সৌমিত্র পাল, নীলজকান্তি দাস, সত্যজিৎ দাস, ড. অরূপ দাস, অরূপরতন দাস, নির্মল কুমার সরকার, ড. শান্তনু দত্ত, মৃন্ময় রায় প্রমুখ৷
কর্মশালার শেষদিন, রবিবার সন্ধ্যা ৬-টায় সমাপনী অনুষ্ঠানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এতে সুরমা-দোহারখ্যাত আমন্ত্রিত শিল্পী বাবলু দাস সহ স্থানীয় শিল্পীরা লোকসঙ্গীত পরিবেশন করবেন৷ রবিবার সন্ধ্যার অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন বরাক বঙ্গের করিমগঞ্জ জেলা সমিতির সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য৷