স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাজ্যের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সামগ্রিক বিকাশে কাজ করে চলেছে বর্তমান সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার সমস্ত ধরণের উন্নয়নমূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷ আজ ক্ষুদিরাম বসুু ইংরেজী মাধ্যম বিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম রাজ্যস্তরীয় শহুরি সমৃদ্ধি উৎসবের ডিজিট্যালি উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ উল্লেখ্য, ৫ দিনব্যাপী এই উৎসব আগামী১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে৷ এতে রাজ্যের ২০টি শহর এলাকার স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা তাদের উৎপাদিত পন্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছেন৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল এই চিন্তাধারাকে পাথেয় করেই রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে৷ বর্তমান সরকারের আমলে স্বসহায়ক দলের সংখ্যা প্রায় ৯ গুণ বেড়েছে৷ যুক্ত হয়েছেন রাজ্যে ৩ লক্ষ ৪৫ হাজার মহিলা৷ তাদের ঋণ দেওয়া হয়েছে ৩৪৭ কোটি ৬১ লক্ষ টাকা৷ যার মাধ্যমে এই রাজ্যে মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এক অনন্য গতি লাভ করেছে৷ মুখ্যমন্ত্রী রাজ্যের সড়ক, রেল, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রভ’তি উন্নতির এক রূপরেখা সকলের সামনে তুলে ধরেন৷ তিনি বলেন, ইন্টারনেট স্ট্রেংথের দিক দিয়ে বিচার করলে ত্রিপুরা সারা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে৷ বর্তমান সরকার ডিজিট্যাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের একেবারে অন্তিম পর্যায়ের ব্যক্তির সার্বিক কল্যাণে কাজ করছে৷
অনুষ্ঠানে নগর উন্নয়ন মন্ত্রী মনোজকান্তি দেব বলেন, বর্তমান সরকার মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে৷ তিনি বলেন, এই সরকারের আমলে শহর এলাকায় স্বসহায়ক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৪৬টি৷ মোট ২৬ হাজার ৪০০ জন মহিলা এই স্বসহায়ক দলগুলির সাথে যুক্ত হয়েছেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জানান, এই উৎসবে মোট ৯০টি স্বসহায়ক দলের স্টল খোলা হয়েছে৷ এতে ৫টি বিভাগে স্বসহায়ক দলের উৎপাদিত বিভিন্ন সামগ্রী প্রদর্শিত করা হয়েছে৷ এসমস্ত সামগ্রী এখানে বিক্রয় করা হবে৷ তিনি আরও জানান, ২০১৮ সালের পর শহর এলাকার ১,৩০১টি স্বসহায়ক দলকে মোট ১৭ কোটি ২৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমদার৷ অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের ১১কোটি ২৮ লক্ষ টাকা, ব্যক্তিগতভাবে ৩২১ জনকে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা, ৩,৭৫৪ জন স্ট্রিট ভেণ্ডারকে ৪ কোটি ২৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে ঋণের চেক কয়েকজন সুুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয়৷ এছাড়াও অনুষ্ঠানে অতিথিগণ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরী প্রকল্পে পাকা আবাস নির্মাণে উৎকর্ষতার জন্য ২০ জন সুুবিধাভোগীর হাতে শংসাপত্র ও মারক তুলে দেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া ও সমাজসেবী দেববত ভ-াচার্য৷ স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরবিন্দ দাস৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ৷