দিল্লিতে জাতীয় মহিলা ক্রিকেটে আজ ত্রিপুরা – মেঘালয় ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।ঘুরে দাড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে ত্রিপুরা। আসরের তৃতীয় ম্যাচে আজ ত্রিপুরার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মেঘালয়। দিল্লির অরুণ জেঠলী স্টেডিয়ামে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রোমাঞ্চকর ১ রানে জয় পাওয়ার পর ত্রিপুরা পরের ম্যাচে হেরে গিয়েছিলো শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে। শনিবার মেঘালয়কে হারিয়ে ঘুরে দাড়াতে চাইছে অম্বেষা-‌রা। পর পর দুদিন ম্যাচ হওয়ায় এদিন হালকা অনুশীলন হয় রাজ্যদলের। মেঘালয়ের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে আশাবাদী হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অনামিকা‌-‌রা। তাই প্রতিটি ক্রিকেটারই যথেষ্ট সিরিয়াস। মেঘালয় জয় করতে মরিয়া দলের প্রতিটি ক্রিকেটার। কোচ রূমা দাসের গলায়ও আত্মবিশ্বাসের সুর। তবে সজাগ দৃষ্টি রাখছেন। দলীয় ক্রিকেটারদের মধ্যে যাতে কোনও রকম আত্মতুষ্টি না ঢুকে সেদিকে নজর দুই কোচের। পরে টেলিফোনে ত্রিপুরার কোচ বলেন,”দলের বেশীরভাগ নতুন মুখ। তাই আগাম বলা মুস্কিল। তবে মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই আমরা জয় পাবে”‌।