ফরওয়ার্ড: ৭
বীরেন্দ্র ক্লাব: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।বড় ব্যবধানে জয় পেয়ে মনোবল বাড়িয়ে নিলো ফরোয়ার্ড ক্লাব। শুক্রবার ‘শ্যাম সুন্দর কোং জুযেলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে বীরেন্দ্র ক্লাবকে চিড়ে খেলো সদ্য শিল্ডে দ্বিতীয় স্থানাধিকারী ফরোয়ার্ড ক্লাব। ম্যাচে ৭-০ গোলে জয়লাভ করে ফরোয়ার্ড। এদিকে আসরের তৃতীয় হ্যাট্রিক করার গৌরব অর্জন করলেন ফরোয়ার্ড ক্লাবের বিদেশি ফুটবলার চিজুবা ক্রিস্টোফার। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রিস্টোফার পারফরম্যান্স ছিলো ননদনীয়। একা ক্রিস্টোফারই যেনও চিড়ে খেলেন প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাবকে। সীমিত শক্তি দিয়েই এদিন ম্যাচে লড়াই করার চেষ্টা করেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। তবে দুর্ভাগ্য তাদের। সব কিছু করলো সুজিত ঘোষের ছেলেরা কিন্তু ম্যাচের আসল কাজ গোলটাই পেল না। চেষ্টায় খামতি রাখেননি বীরেন্দ্র-র ফুটবলাররা। তবে কিছুতেই গোলের সন্ধান মিলছিলো না তাদের। অপরদিকে একের পর এক গোল আদায় করতে থাকে ফরোয়ার্ড ক্লাব। প্রথমার্ধে চার গোল হাসিল করে নিলো সুভাষ বসু-র ছেলেরা। বীরেন্দ্র শিবির শুন্য। বিরতির পর আবারও গোলের নেশায় বুদ দুই বিদেশি ফরোয়ার্ডের। একই ভাবে গোটা দলও ভরসা সূচক ফুটবল খেলতে থাকে। যার ফলে ওই অর্ধে আরো তিন গোল আদায় করে নেয় ফরোয়ার্ড। সাত গোল হজম করে আর ম্যাচে ঘুরে দাঁড়াবার কোনো রসদই খুঁজে পেলেন না বীরেন্দ্র ক্লাব। সুবাদে ফরোয়ার্ড ক্লাব ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো বীরেন্দ্র ক্লাবকে। বিজয়ী দলের হয়ে বাকি গোল গুলো করেন ভিদাল ও নুয়ানযা। ম্যাচের সেরা ফুটবলার হলেন ফরোয়ার্ডের চিজুবা ক্রিস্টোফার। তার হাতে আর্থিক পুরস্কার তুলে দিলেন সিনিয়র রেফারি বিশ্বজিৎ সাহা। ম্যাচটি পরিচালনা করলেন রেফারি তাপস দেবনাথ।

