ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে দক্ষিণ অমরপুর টাউন স্কুল (ডি এ টি) খেলবে চারু ভারতী শিক্ষা সদন স্কুলের বিরুদ্ধে। ১১ ডিসেম্বরে শুরু হবে টুর্নামেন্ট। চন্ডীবাড়ি স্কুল মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। এবছর আসরে অংশ নিয়েছে ৬ দল: দক্ষিণ অমরপুর টাউন স্কুল, অমরপুর স্কুল, রাঙ্গামাটি স্কুল, দেবার্পিত ক্রিকেট আকাদেমি,ইংলিশ মিডিয়াম স্কুল এবং চারু ভারতী শিক্ষা সদন। লিগ ভিত্তিতে হবে আসর। লিগের সেরা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। লিগের শেষ ম্যাচ হবে ২৫ ডিসেম্বর। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব উজ্জ্বল দত্ত আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন। এদিকে আসরে ভালো ফলাফল করতে জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি দল। এদিকে মহকুমা ক্রিকেট সংস্থাও প্রস্তুত মরশুমের প্রথম আসরটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে শেষ তুলির টান। নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে চন্ডীবাড়ি মাঠকে।
2022-12-09

