শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): আশঙ্কার কথা উড়িয়ে দিলেন হিমাচল প্রদেশের প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা বীরভদ্র সিং। তিনি বলেছেন, “যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরাই সরকার গঠন করব।”
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিভা সিং বলেছেন, জনাদেশ আমাদের পক্ষে। ভয় পাওয়ার দরকার নেই। আমরা চণ্ডীগড় অথবা রাজ্যের কোথাও (আমাদের বিধায়কদের) সঙ্গে দেখা করতে পারি। যাঁরা বিজয়ী হয়েছেন তাঁরা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরাই সরকার গঠন করব।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, মোদীজি বহুবার হিমাচল প্রদেশে এসেছিলেন, কিন্তু তিনি কোনও ছাপ ফেলতে পারেননি। বিজেপি জানত যে তাঁরা হিমাচল প্রদেশে হারবে এবং সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী বারবার রাজ্য সফর করেছেন।”

