তাপমাত্রা কমে ৮.৩ ডিগ্রি; শীতে কাঁপছে দিল্লি, বাতাসের গুণমানে উন্নতি

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): জম্পেশ ঠাণ্ডা পড়েছে রাজধানী দিল্লিতে। একইসঙ্গে বায়ুদূষণও কমেছে অনেকটাই, যদিও তা মোটামুটি পর্যায়ের মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে শীতের শিরশিরানি বেশ ভালোই ছিল দিল্লিতে। সকাল ৮.৩০ মিনিটে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। দূষণ একধাক্কায় কিছুটা কমে যাওয়ায় শীতের সকালে একটু স্বস্তি বোধ করেছেন দিল্লিবাসী। আগামী কিছু দিনের মধ্যে দূষণ আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।