কৈলাসহরে পৃথক বাইক দূর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ীসহ তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  কৈলাসহর পাইতুরবাজারস্থিত মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকায় বাইক দুর্ঘটনা এক ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ  কৈলাসহর পাইতুরবাজারস্থিত মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকায় একটি ভয়াভহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক৷ দুর্ঘটনায় আহত বাইক চালক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে, আহত ওই বাইক চালকের নাম জয় ধর৷ বয়স ৩৫৷ বাড়ি কৈলাসহর পুরপরিষদের অধীনে বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকায়৷ জয় ধরের কৈলাসহর হকার্স কর্নারে একটি দোকান রয়েছে বলে জানা যায়৷ দোকান লাগিয়ে বাড়ি ফেরার পথে ৯ টা ৩০ মিনিট নাগাদ কৈলাসহর  পাইতুরবাজারস্থিত মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকায় বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা নাকি একা একা বাইক দুর্ঘটনাটি ঘটে তা এখনো জানা যায়নি৷ বিকট শব্দে এলাকাবাসীরা এসে দেখতে পান যে জয় ধর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে৷ এলাকাবাসী খবর পাঠান কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷৷এসে গুরুতর আহত জয় ধরকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জয় ধরের চিকিৎসা চলছে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার  পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী৷এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে কৈলাশহর থানায় নিয়ে আসে৷ বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি কৈলাশহর থানার হেফাজতে রয়েছে৷ উক্ত ঘটনায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে৷
বুধবার কৈলাশহরে বাইক দুর্ঘটনায়  দম্পতি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত দম্পতিকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  বুধবার আবারও কৈলাশহর থেকে টিলা বাজার রাস্তায় ভয়াবহ বাইক দুর্ঘটনা৷এই ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন৷ ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাশহর কুবঝার নিবাসী সাবির আলি  নামে এক যুবক তার স্ত্রীকে বাইকের পিছনে করে কুবঝার থেকে টিলা বাজারের দিকে আসছিল৷ঠিক এই সময় কৈলাশহর ইরানি থানার পুলিশ টিলা বাজারের দক্ষিণের  কালভার্টের উপরে মোবাইলে বসে৷ সাবিবর আলি যখন বাইক নিয়ে টিলাবাজারের দিকে আসছিলেন হঠাৎ করে দেখতে পান টিলা বাজার কালভার্টের উপরে মোবাইল পুলিশ বসে আছে৷ মোবাইলে পুলিশ দেখামাত্র সাবিবর আলি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর সাথে সজুড়ে ধাক্কা মারে৷ সাবিবর আলির বাইক অটোর সাথে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সাবিবর আলি এবং সাবিবর আলির স্ত্রী বাইক নিয়ে রাস্তার পাশে পড়ে যায় ৷ সাবিবর আলি রাস্তার পাশে লুটিয়ে পড়ে আছে দেখতে পেয়ে এলাকাবাসী কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ কৈলাসহর থেকে ছুটে আসে অগ্ণি নির্বাপক দপ্তরের বড় একটি গাড়ি৷ অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়ি এসে গুরুতর আহত সাবিবর আলি এবং সাবিবর আলির স্ত্রীকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যায়৷