ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। তৃতীয় ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ – ২০২২ মহারাষ্ট্রে মুম্বাইয়ের আন্দেরি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলছে ১৯ থেকে ২২ ডিসেম্বর I ত্রিপুরা থেকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তাদেরকে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তা শুরু হবে আগামীকাল থেকে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বাছাইকৃত যোগা প্লেয়ারদের আগামীকাল বিকেলে কোচ তথা প্রশিক্ষক শম্ভু চক্রবর্তীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে । বাছাইকৃত যোগা খেলোয়াররা হলো:
ধৃতি দেবনাথ, পরিণীতা রায়, পারিজাত সাহা, স্নিগ্ধা পাল, অস্মিতা দেবনাথ, রীনা বেগম, মৌমিতা গোপ, নয়ন দাস , শুভদীপ ভৌমিক, রত্নদ্বীপ ভট্টাচার্য ও অঙ্কিতা দেব I
সর্বমোট ১১ জন এবং চারজন অফিসিয়াল যাবেন ত্রিপুরা দলের সঙ্গে। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব সমীর সাহা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2022-12-07